মহাদেবপুরে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
- ০৪ জুলাই ২০২৪, ০৯:৩৮
নওগাঁর মহাদেবপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহবুব আলম (২৭) নামের এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চেরাগপুর ইউনিয়ন পরিষদের বুজরুক বড়াইলগ্রামে এ ঘটনা ঘটে।
মাহবুব আলম ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবারও সারাদিন অটোরিকশা চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে ফেরার পর অটোরিকশায় চার্জের সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত মাহবুব বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন নওহাটা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জিয়া।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা