১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জীবননগরে বৃদ্ধের লাশ উদ্ধার

জীবননগরে বৃদ্ধের লাশ উদ্ধার - নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগরে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার সন্তোষপুর বাসস্ট্যান্ড সংলগ্ন চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের পাশ থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।

ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

জানা গেছে, ওই এলাকায় লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ সকাল সাড় ৮টার দিকে লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে এলাকার কেউ লাশ শনাক্ত করতে পারিনি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন, ঘটনাস্থলে লাশটি মাথায় আঘাত অবস্থায় লোকজন দেখতে পান। আমরা ঘটনা শুনে ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তত করি। লাশটি কেউ শনাক্ত করতে না পারায় তা বেওয়ারিশ লাশ হিসেবে চুয়াডাঙ্গা মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুটি হত্যা নাকি সড়ক দুর্ঘটনার কারণে হয়েছে তা জানা যাবে।


আরো সংবাদ



premium cement