মণিরামপুরে তৃতীয় লিঙ্গের একজনের রহস্যজনক মৃত্যু
- আব্দুল মতিন, মনিরামপুর (যশোর)
- ২৮ জুন ২০২৪, ২২:১৩
যশোরের মনিরামপুরে মঙ্গলী (৪০) নামে তৃতীয় লিঙ্গের একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাতনল গ্রামে নিজ বাড়ির ঘরের মধ্যে তার মৃত্যু ঘটে।
উপজেলার ঘুঘুদহ গ্রামের মরহুম আব্দুল খালেকের সন্তান মঙ্গলী। সে সাতনল গ্রামে একখণ্ড জমি কিনে বড়ি নির্মাণ করে বসবাস করতেন।
তবে মঙ্গলীর আত্মহত্যা না হত্যা সে বিষয়টি পুলিশ এখনো নিশ্চিত করে বলতে পারেনি।
প্রতিবেশী সাবেক চেয়ারম্যান গাজী মোহাম্মদ মঙ্গলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘরের মধ্যে তার লাশ পড়ে রয়েছে। সন্ধ্যায় বিষয়টি জানার পর খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
থানার উপ-পরিদর্শক হাসান ঘটনাস্থল থেকে জানান, আমরা মঙ্গলীর বাড়িতে অবস্থান করছি। তবে, তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানতে পারিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা