১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কুষ্টিয়ায় হিরোইন উদ্ধার করেছে বিজিবি

কুষ্টিয়ায় হিরোইন উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল কুষ্টিয়ার মিরপুর স্টেশনে খুলনাগামী মহানন্দা ট্রেনে অভিযান চালিয়ে এক কেজি পরিমাণ হিরোইন উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বিজিবি ৪৭-এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্ধারকৃত হিরোইনের মূল্য এক কোটি টাকার বেশি বলে জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সকালে চাপাই নবাববগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেন মিরপুর রেলস্টেশনে থামলে চোরাচালানী ও মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় একটি বগি থেকে মালিকবিহিন এক কেজি পরিমাণ হিরোইনের একটি প্যাকেট উদ্ধার করে। যার আনুমানিক মুল্য এক কোটি টাকার বেশি হবে বলে জানা যায়। বিজিবি ৪৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন নায়েব সুবেদার সিগন্যাল আব্দুল হামিদ। এ ব্যাপারে পোড়াদহ রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে বলে জানা যায়।


আরো সংবাদ



premium cement