১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অভয়নগরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

অভয়নগরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত - ছবি : সংগৃহীত

যশোরের অভয়নগরে বালুবোঝায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাজল (৩০) নামের এক যুবক নিহত হয়েছে।

শনিবার (২২ জুন) বিকেলে উপজেলার পায়রা ইউনিয়নের কাদিরপাড়া বাইতুর রব জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাজল কাদিরপাড়া গ্রামের মৃত সামছুর গোলদারের ছেলে।

জানা যায়, দুপুরে বিশেষ প্রয়োজনে কাজল কাদিরপাড়া থেকে নওয়াপাড়ার উদ্দেশে রওনা হয়। এ সময় কাদিরপাড়া বাইতুর রব জামে মসজিদের সামনে এলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত কাজল একটি পালসার মোটরসাইকেল হঠাৎ ব্রেক করে সড়কে পড়ে যান। এমন সময় একটি বালুবোঝায় ট্রাক তার শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটকের চেষ্টা করেও ব্যার্থ হয় এলাকাবাসী। পরে অপর একটি বালুর ট্রাক এলে তার ড্রাইভারকে আটক করে জনতা৷

এ ব্যাপারে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুভ্র প্রকাশ দাশ বলেন, ঘাতক ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো সংবাদ



premium cement