১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

- ছবি : প্রতীকী

বাগেরহাট জেলার ফকিরহাটে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের পিলজং ইউনিয়নের মহাদেবের দোকান সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোটরসাইকেলচালক খলিলুর রহমান (৪৫) এবং তার এক বছরের শিশু পুত্র। এ সময় নিহত খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগম (৩৫) গুরুত্বর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে ফকিরহাট উপজেলা হাপাতালে ভর্তি করা হয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সকাল ৯টার দিকে পটুয়াখালী থেকে মোটরসাইকেলে তিন আরোহী যশোর গদখালী এলাকায় যাচ্ছিলেন। পথে ঘটনাস্থালে পৌঁছালে বিপরীত দিক থেকে বাগেরহাটগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরে বলেন, তাদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আরো সংবাদ



premium cement