১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খুলনায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু

খুলনায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু -

খুলনায় বজ্রপাতে পৃথক স্থানে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বজ্রপাতে পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে ডেউবুনিয়া গ্রামের পতিত মণ্ডলের ছেলে শ্রীকান্ত মণ্ডল (২৫) ও বটিয়াঘাটা উপজেলার খারাবাদ গ্রামের মনি চৌকিদারের ছেলে আল মামুন (১৭) মারা যান।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওবাইদুর রহমান জানান, শ্রীকান্ত মণ্ডল বিকেল ৪টার দিকে ডেউবুনিয়ার একটি মাছের ঘেরের ঝুপড়ি ঘরে অবস্থানকালে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ঘেরের ঘর থেকে তার লাশ উদ্ধার করে।

শ্রীকান্ত স্থানীয় সঞ্জয় মণ্ডলের মৎস্য ঘেরে দীর্ঘ দিন ধরে দিন মজুর হিসেবে কাজ করতেন।

অপরদিকে বটিয়াঘাটা থানার ওসি রিপন মণ্ডল জানান, বৃহস্পতিবার দুপুরে আকাশে মেঘ দেখে আল মামুন খারাবাদ গ্রামের কড়িয়া ভিটায় গরু আনতে যান। ওইসময় বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। ফাঁকা বিলে কোনো নিরাপদ স্থান না পেয়ে দ্রুত বাড়ি ফিরে আসার সময় পথিমধ্যে বজ্রপাতে আল মামুন মারা যান।


আরো সংবাদ



premium cement