১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বল ভেবে ককটেলে আঘাত, বিস্ফোরণে আহত ২ শিশু

যশোরে ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত - ছবি : সংগৃহীত

যশোরের শার্শায় ককটেল বিস্ফোরণে আকিনুল হাসান (১৩) ও মারিয়া (৭) নামে দুই শিশু আহত হয়েছে। তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে শার্শা উপজেলার হরিণাপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আকিনুল হাসান ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও মারিয়া একই গ্রামের মেহেদী হাসানের মেয়ে।

স্থানীয়রা জানান, আকিনুল ও মারিয়া আলমগীরের বাড়ির উঠানে ক্রিকেট খেলছিল। ওইসময় রাস্তার পাশে পড়ে থাকা পরিত্যক্ত জর্দার কৌটা বল ভেবে ব্যাট দিয়ে আঘাত করলে বিস্ফোরণ ঘটে। এতে তারা দু’জন গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহত দুই শিশুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আকিনুল ও মারিয়া নামে দুই শিশু আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আরো সংবাদ



premium cement

সকল