১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যশোরের বেনাপোলসহ শার্শা সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি

যশোরের বেনাপোলসহ শার্শা সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি - ছবি : নয়া দিগন্ত

যশোর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নজরদারি বাড়িয়েছে। কোনো বাংলাদেশী নাগরিক যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম বা বিনা কারণে সীমান্ত এলাকায় না যায় সেজন্য সতর্ক করা হচ্ছে। তবে কৃষকদের মাঠে কাজ করতে যেতে কোনো বাধা থাকবে না।

বৃহস্পতিবার (১৩ জুন) ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কোম্পানি সদর থেকে দেয়া নির্দেশনা সীমান্ত এলাকা বিজিবি সদস্যরা সতর্কাবস্থায় রয়েছে।

মহেশপুর সীমান্তের বিপরীতে বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশী অসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালাতে পারে এমন একটি বিষয় নিয়ে মাইকিং করা হয়। এ সময় বাংলাদেশী জনসাধারণকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

জানা গেছে, সোমবার (১০ জুন) গভীর রাতে মহেশপুর সীমান্তের বিপরীতে ভারত সীমান্তের মধ্যে বিএসএফের এক সদস্যকে কুপিয়ে জখম করেছে দুষ্কৃতকারীরা। বিএসএফের ধারনা এ কাজ বাংলাদেশের দুষ্কৃতকারীরা করেছে। এজন্য প্রতিশোধ নিতে বিএসএফ গুলি চালাতে পারে। এ ধারনায় বিজিবি সদস্যরা সীমান্তের সাধারণ মানুষদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন।

যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার আহমেদ হাসান জামিল জানান, ঈদকে সামনে রেখে কোনো চোরাকারবারি যাতে ওপার সীমান্তে প্রবেশ করতে না পারে তার জন্য আমরা সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের কাছে সতর্ক বার্তা পাঠিয়েছি। ঈদ এলেই চোরাকারবারিদের একটু দৌড়াত্ব বৃদ্ধি পায়। চোরাকারবারিরা যাতে সীমান্ত এলাকায় প্রবেশ করতে না পারে এজন্য আমরা নজরদারি বাড়িয়েছি সীমান্ত এলাকায়।

সীমান্ত এলাকায় চাষকাজ করার জন্য কৃষকরা যেতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কৃষকদের মাঠে কাজ করতে বা ফসলাদি দেখাশোনা করতে তাদের কোনো বাধা নেই। এ সময়ে সীমান্ত এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য সীমান্ত এলাকায় আগের চেয়ে নজরদারি বাড়ানো হয়েছে। আমাদের সীমান্ত এলাকায় তেমন কোনো সমস্যা নাই। সীমান্ত এলাকা শান্ত আছে। আশা করি কোনো সমস্যা হবে না।


আরো সংবাদ



premium cement