১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

স্কুলশিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ২ জন আটক

স্কুলশিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ২ জন আটক - ছবি : নয়া দিগন্ত

ধর্ষণের অভিযোগে যশোরের মনিরামপুর উপজেলার ঘুঘুদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী দেব্রবত কুমার বাচ্চু (৩৮) ও নিমাই মন্ডলকে (৫০) আটক করেছে র‌্যাব-৬।

বুধবার (১২ জুন) ভোররাতে উপজেলার ভরতপুর ও ঘুঘুদাহ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন।

জানা যায়, ঘুঘুদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ফুসলিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষন করে আসছিলেন নিমাই মন্ডল। আর এ কাজের সহযোগীতা করেছেন দেবব্রত কুমার বাচ্চু। ভিকটিমের মা বিষয়টি জানতে পেরে মামলার প্রস্তুতি নেন। অভিযুক্তরা মামলা না করতে ভয়ভীতি প্রর্দশন করে। একপর্যায় র‌্যাবের সহযোগীতা নেয় ভিকটিমের মা। বুধবার ভোর রাতে র‌্যাব নিমাই মন্ডল ও দেবব্রত কুমার বাচ্চুকে আটক করে। এ ঘটনায় মনিরামপুর থানায় মামলা করা হয়েছে। যার মামলা নম্বর ৮।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, স্কুলশিক্ষার্থী ধর্ষণের মামলায় দুই জনকে আটক করা হয়েছে।


আরো সংবাদ



premium cement