১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খুলনায় ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

খুলনায় ভুয়া ম্যাজিস্ট্রেট আটক - প্রতীকী ছবি

খুলনায় এক ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আটক করছে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার দুপুরে কেএমপির ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এর কেএমপির ডিবির ডেপুটি কমিশনার মো: নুরুজ্জামান এ তথ্য জানান। এর আগে, সোমবার গভীর রাতে নগরীর বৈকালী এলাকা থেকে এম সোহেল আরমান (৩৮) নামের ওই প্রতারককে আটক করা হয়।

আটক সোহেল আরমান বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ডুবি গ্রামের মো: আবুল ফজলের ছেলে।

ডেপুটি কমিশনার মো: নুরুজ্জামান জানান, গত ৮ জুন সোহেল আরমান নগরীর ডাকবাংলো এলাকায় একটি রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে জেলা প্রশাসন জানায়, ওই দিন সংশ্লিষ্ট এলাকায় তাদের কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেনি। এর সূত্র ধরে মাঠে নামে কেএমপির গোয়েন্দা শাখার সদস্যরা। পরে তাকে আটক করা হয়।

তিনি জানান, আটক করার পর সোহেল আরমানের কাছ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সিল, জরিমানা বা কারাদণ্ড দেয়ার রশিদ বই, অভিযোগ গঠন ফর্মসহ ব্যবহৃত বিভিন্ন জিনিস জব্দ করা হয়েছে। গত দু’মাসে সোহেল আরমান ২৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে কয়েক লাখ টাকা আদায় করে।

তিনি আরো জানান, এ প্রতারক চক্রের সাথে আর কারা সম্পৃক্ত আছে তা খোঁজা হচ্ছে।


আরো সংবাদ



premium cement