১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা, পথচারীসহ নিহত ২

- ছবি - নয়া দিগন্ত

যশোরের মনিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে পথচারীসহ দু’জন নিহত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের বাঁধাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাঁধাঘাটা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান (৮৫) এবং দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ঝন্টু মিয়া (৫০)।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা মেট্রো-১২-০৪৪০ নম্বরধারী ট্রাকটি প্লাস্টিকের ড্রাম বোঝাই করে চুকনগরমুখী যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে মণিরামপুর পৌরশহর পার হয়ে বাঁধাঘাটায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ব্যাপারী অটো রাইছ মিলের প্রধান গেটে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক ঝন্টু মিয়া এবং পথচারী আব্দুর রহমান ঘটনাস্থলে নিহত হন। আহত হন ট্রাকের হেলপার নুরুল ইসলাম।

খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি জব্দ করেছে।

উপজেলা কর্মকর্তা ডা: তন্ময় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার আহত দু’জন হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।


আরো সংবাদ



premium cement