১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শৈলকুপায় আ’লীগ কর্মী আটকের ঘটনায় থানা ঘেরাও : পুলিশের গুলি, আহত ৩০

শৈলকুপায় আ’লীগ কর্মী আটকের ঘটনায় থানা ঘেরাও : পুলিশের গুলি, আহত ৩০ - ছবি : নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকুপায় মুস্তাক শিকদার নামের এক আওয়ামী লীগ কর্মীকে পুলিশ আটকের ঘটনায় থানা ঘেরাও ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার (৯ জুন) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে অর্ধশতাধিক রাউন্ডের বেশি শর্টগান ও রাবার বুলেট নিক্ষেপ করে।

হামলাকারীদের ইটের আঘাত ও পুলিশের গুলি বর্ষণে পুলিশসহ কমপক্ষে ৩০ ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের অভিযোগ আটক মুস্তাক শিকদার একটি হামলা মামলার এজাহারভুক্ত আসামি। মুস্তাক শিকদার ৮ নম্বর ধলহরাচন্দ্র ইউনিয়নের ধাওড়া গ্রামের মরহুম আব্দুস সাত্তার শিকদারের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে ৮ নম্বর ধলহরাচন্দ্র ইউনিয়নের একটি হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি মুস্তাক শিকদারকে আটক করে পুলিশ। পরে বিভিন্নজনের ততবিরে আটক মুস্তাককে পুলিশ থানা থেকে ছেড়ে না দেয়ায় মুস্তাক সমর্থক আনুমানিক ৫০০ জন বেলা ৩টার দিকে থানা ঘেড়াও ও ভাঙচুরের ঘটনা ঘটনায়। এ সময় পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে অর্ধশতাধিক রাউন্ডের বেশি শর্টগান ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় হামলাকারীদের ইটের আঘাত ও পুলিশের শর্টগান ও রাবার বুলেটের আঘাতে হামলাকারী ফিরোজ শিকদার, আলী আকবর, হাজি শিকদার, রাজিব, আজগর, তুহিন, নাফিস, সালামত, মুইম, জান্নাত হোসেন, আসাদুজ্জামান, সাইফুদ্দিন, সাত্তার শিকদার, ইমন শিকদার, আব্দুস সাত্তার, ফারুক ও জলিল এবং পুলিশ সদস্য ফিরোজ, হাসান, সোহান ও ইমরানসহ অন্ততপক্ষে ৩০ ব্যক্তি আহত হয় বলে জানা গেছে।

পুলিশের অভিযোগ হামলাকারীরা মেয়র কাজী আশরাফুল আজম ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নুর সমর্থক।

হামলার ঘটনায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু বলেন, তিনি ঘটনার কোনো কিছুই জানেন না। হামলার সময় তিনি ঝিনাইদহে অবস্থান করছিলেন বলে জানান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধূরী বলেন, মুস্তাক শিকদার শৈলকুপা থানার একটি হামলা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তার সমর্থকরা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়। পুলিশ আত্মরক্ষার্থে শর্টগান ও রাবার বুলেট নিক্ষেপ করে বলে জানান। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।


আরো সংবাদ



premium cement
আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত এলাকা, কী প্রভাব পড়বে বাংলাদেশে? নৌ নেতৃত্ব গঠনে মেরিন একাডেমিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভালুকায় এক শাড়িতে ঝুলছিল স্বামী-স্ত্রীর লাশ রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সম্প্রদায়ের জন্য জাপান সরকারের সহায়তা প্রধান বিচারপতির সাথে সংবিধান সংস্কার কমিশনের সৌজন্য সাক্ষাৎ গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব অভয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আগামী সাত দিনের মধ্যে সম্পদের হিসাব প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান সাবেক কৃষিমন্ত্রীকে আদাল‌তে নেয়ার সময় পু‌লিশভ্যানে ডিম নিক্ষেপ অন্য ক্লাবে যাচ্ছেন না কোচ গার্দিওলা

সকল