খুলনায় ২ এসআইয়ের মারামারিতে একজনের মাথা ফেটেছে
- খুলনা ব্যুরো
- ০৭ জুন ২০২৪, ২০:৪০
খুলনার কয়রা থানা পুলিশের দুই এসআইয়ের মধ্যে মারামারিতে একজনের মাথা ফেটেছে।
শুক্রবার (৭ জুন) দুপুর ২টার দিকে উপজেলা সদরের একটি খাবার হোটেলে এসআই নিরঞ্জন মণ্ডল ও এসআই মো: মাসুম মারামারিতে জড়ান। এ ঘটনায় এসআই মাসুমের মাথা ফেটে গেছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, এসআই মাসুম কয়রা উপজেলা সদরের আঁখি হোটেলে খাবার জন্য বসেছিলেন। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেলে করে এসআই নিরঞ্জন সেখানে আসেন। মোটরসাইকেল থেকে নেমেই তিনি এসআই মাসুমকে গালিগালাজ করতে থাকেন। এসআই মাসুমও জবাব দেন। একপর্যায়ে নিরঞ্জন প্লাস্টিকের চেয়ার তুলে মাসুমকে আঘাত করেন। মাসুমও চেয়ার তুলে এসআই নিরঞ্জনকে পাল্টা আঘাত করেন। দুজনের মারামারির একপর্যায়ে এসআই মাসুমের মাথা ফেটে যায়। পরে হোটেলে উপস্থিত লোকজন তাদেরকে শান্ত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল আটক করাকে কেন্দ্র করে থানার দুই দারোগা বিরোধে জড়িয়ে পড়েন। আমরা তাদেরকে শান্ত করি। মারামারিতে নিরঞ্জন দারোগার চেয়ারের আঘাতে মাসুম দারোগার মাথা ফেটে রক্ত বের হয়।
এ বিষয়ে জানতে দুই এস আইয়ের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তারা রিসিভ করেননি।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানার দুই এসআই একটি বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন। ঘটনা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখছেন। এ ঘটনায় তাৎক্ষণিক একজনকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা