শৈলকূপায় করিমন উল্টে চালক নিহত
- শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদাতা
- ০৩ জুন ২০২৪, ২৩:০৯
শৈলকূপার বিষ্ণুপুরে করিমন উল্টে করিমনচালক এনামুল হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় করিমনে বসে থাকা মাসুম হোসেন নামের এক যুবক গুরুতর আহত হয়েছে।
সোমবার দুপুরে গাড়াগঞ্জ-বিএলকি বাজার সড়কে মীর শাহাবুদ্দিনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
এনামুল হোসেন একই উপজেলার যুগীপাড়া গ্রামের মুকা আলীর ছেলে৷
স্থানীয়রা জানান, দুপুরে একটি খালি করিমন গাড়ি কাঠ আনার জন্য গাড়াগঞ্জ থেকে বিএনলকে বাজারে যাচ্ছিল। দ্রুত গতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথের মাঝে বিষ্ণুপুর গ্রামে করিমন উল্টে যায়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করেছেন। আহতকে চিকিৎসার জন্য তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুপুরে করিমন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে গাড়িচালক এনামুল হোসেন নামের এক ব্যক্তি মারা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাটানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা