১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইবি রেজিস্ট্রারের নগ্ন ভিডিও ভাইরাল, ইডিটেড দাবি

ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান - ছবি : সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের নগ্ন ভিডিও কলের স্ক্রিন রেকর্ড ভাইরাল হয়েছে।

শনিবার‘ইবির ত্রাস’ নামক ফেসবুক আইডি থেকে ১ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিও ভাইরালের পর থেকে ক্যাম্পাসের শিক্ষক-কর্মকর্তা এবং শিক্ষার্থীদের মধ্যে চলছে সমালোচনার ঝড়। এদিকে এটিকে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে ইডিট করা হয়েছে বলে দাবি করেন আলী হাসান।

ভিডিও ভাইরালের পর এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে তদন্তপূর্বক আলী হাসানের শাস্তির দাবি জানিয়েছে শিক্ষক সমিতি ও প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম। এছাড়া তদন্ত চলাকালীন সময়ে রেজিস্ট্রারের পদ থেকে তাকে অব্যহতির দাবিও জানায় সংগঠন দু’টি। এছাড়া এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা। প্রশাসনের কর্তাব্যক্তিদের একেরপর এক এমন কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের মান মারাত্মকভাবে ক্ষুন্ন করছে বলে দাবি সচেতন শিক্ষক-শিক্ষার্থীদের।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ভাইরাল হওয়া ভিডিও এআই (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স) এর মাধ্যমে এডিট করা হয়েছে। আমাকে হেনস্তা করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি পক্ষ এসব করেছে।

ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এসব উড়ো জিনিসের ওপর ভিত্তি করে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায় না। কারো কাছে যদি শক্তিশালী প্রমাণ থাকে তাহলে সরাসরি সেটা দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

উল্লেখ্য, গত বছরের মে মাসে আলী হাসানের আর্থিক লেনদেন সংক্রান্ত কয়েকটি অডিও ফাঁস হয়। এ ঘটনায় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলামকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। তবে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বললেও এখনো কোনো তদন্ত প্রতিবেদন জমা দেয়নি কমিটির সদস্যরা।


আরো সংবাদ



premium cement
৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন, যেসব বিষয়ে আলোচনা হবে ট্রাইব্যুনালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি

সকল