চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- এম এ রহিম, চৌগাছা (যশোর)
- ০২ জুন ২০২৪, ১৬:১৪
যশোরের চৌগাছায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে ধান সেদ্ধ করার জন্য (ভেজানো) পরিত্যক্ত পানিতে ডুবে জান্নাতুল কোবরা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২ জুন) উপজেলার ফুলসারা ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামে শিশুটির নানাবাড়ির উঠানে এ ঘটনা ঘটে।
জান্নাতুল কোবরা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের আলাউদ্দিনের মেয়ে।
শিশুটির মা ফাতেমা খাতুন জানান, মেয়েকে নিয়ে আমি বাপের বাড়ি বেড়াতে এসেছিলাম। রোববার সকালে সে বাড়ির উঠানে খেলছিল। এ সময় সে আমাদের অগোচরে ধান সেদ্ধ করার জন্য (ভেজানো) পরিত্যক্ত পানির গর্তে সে পড়ে যায়।
শিশুটির নানা সিরাজুল ইসলাম হাসপাতালে সাংবাদিকদের জানান, তাদের বাড়ির উঠানের এক কোনে ধান সেদ্ধ করার জন্য পানি রাখার হাউজ রয়েছে। সেখানে ধান সেদ্ধ শেষে পরিত্যক্ত পানি জমে ছিল।
রোববার সকালে খেলা করতে করতে কোনো এক সময় জান্নাতুল কোবরা ওই পানিতে পড়ে যায়। আমরা বাড়ির মধ্যে জান্নাতুলকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজির একপর্যায়ে ধান ভেজাতে তৈরি করা হাউজের পরিত্যক্ত পানিতে ভেসে থাকতে দেখি। পরে আমাদের চিৎকারে স্থানীয় লোকজন তাকেউদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে আনি।
চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুলকে মৃত ঘোষণা করেন।
উপজেলা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. আল ইমরান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা