মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত যুবক
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ৩১ মে ২০২৪, ২২:১৮
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসাবুল মল্লিক (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ মে) সন্ধ্যা সারে ৬টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের উজিরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসাবুল মল্লিক দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের খলিশাগাড়ি গ্রামের ইয়াকুব মল্লিকের ছেলে।
দামুড়হুদা স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, আমার গ্রামের হাসাবুল মল্লিক নামের এক যুবক মারা গেছে। আমি শুনেছি আলমডাঙ্গা হাট থেকে মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দামুড়হুদা উজিরপুর এ দুর্ঘটনা ঘটেছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কোবির ঘটনার সত্যতো নিশ্চিত করে বলেন, আলমডাঙ্গার হাট থেকে মোটরসাইকেল কিনে বাড়িতে ফিরছিলেন হাসিবুল মল্লিক। এ সময় উজিরপুর গ্রামের আশরাফুল ইসলামের চায়ের দোকানের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর জখম হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা আছে বলে জেনেছি। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা