১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নিখোঁজের ১০ দিন পর ইজিবাইকচালকের অর্ধগলিত লাশ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

কুষ্টিয়ায় নিখোঁজের ১০ দিন পর শাহিনুল হক লিটন (৪৭) নামের এক ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বাইপাস সড়কের পাশে রোজ হলিডে পার্ক সংলগ্ন খাল থেকে ভাসমান লাশটি উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাহিনুল হক লিটন কুষ্টিয়া শহরের হাউজিং-এ ব্লক এলাকার মরহুম ইজাবুল হকের ছেলে। গত ১৮ মে বিকেলে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে তিনি নিখোঁজ হন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, গত ১৮ মে বিকেলে শাহিনুল হক লিটন বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে তিনি নিখোঁজ হন। পরে লিটনের স্ত্রী মনিরা হক কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করে।

মনিরা বলেন, নিখোঁজের দিন কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকার দিকে যান লিটন। এরপর থেকে অটোরিকশাসহ তার আর কোনো হদিস পাওয়া যায়নি।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, সকালে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। পরে সংবাদ পেয়ে নিখোঁজের পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি অপহরণ মামলা থাকায় সদর থানায় লাশ হস্তান্তর করা হয়েছে।

ওসি বলেন, অর্ধগলিত লাশটি চেহারা দেখে চেনার উপায় নেই। লাশ উদ্ধারের পর তার পরিবারের সদস্যরা পোশাক দেখে সনাক্ত করেন।

পুলিশের ধারণা অটোরিকসা ছিনতাই করতেই তাকে হত্যা করেছে অপরাধীরা। ডিএনএ পরীক্ষার পর ওই নিখোঁজের মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।


আরো সংবাদ



premium cement
এক দিনে দেড় হাজার মার্কিনির সাজা মাফ করলেন বাইডেন ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই’ পাটখাতে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : পাট উপদেষ্টা তিউনিসিয়ায় নৌকাডুবি : ৩ দিন সাগরে ভেসে ছিল শিশুটি বিএসএমএমইউ’র ভিসিকে অবরুদ্ধ করে স্নাতকোত্তর কোর্সে ঢোকার চেষ্টা ১৩ চিকিৎসকের অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষক নিহত ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ রিজার্ভ বেড়ে এক হাজার ৯০০ কোটির ঘরে এবার শীত কম হবে, নাকি বেশি জনগণের হয়রানি রোধে জমির ডিজিটাল জরিপ করা হচ্ছে : মহাপরিচালক

সকল