নিখোঁজের ১০ দিন পর ইজিবাইকচালকের অর্ধগলিত লাশ উদ্ধার
- মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
- ২৮ মে ২০২৪, ১৪:২৫
কুষ্টিয়ায় নিখোঁজের ১০ দিন পর শাহিনুল হক লিটন (৪৭) নামের এক ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বাইপাস সড়কের পাশে রোজ হলিডে পার্ক সংলগ্ন খাল থেকে ভাসমান লাশটি উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শাহিনুল হক লিটন কুষ্টিয়া শহরের হাউজিং-এ ব্লক এলাকার মরহুম ইজাবুল হকের ছেলে। গত ১৮ মে বিকেলে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে তিনি নিখোঁজ হন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, গত ১৮ মে বিকেলে শাহিনুল হক লিটন বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে তিনি নিখোঁজ হন। পরে লিটনের স্ত্রী মনিরা হক কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করে।
মনিরা বলেন, নিখোঁজের দিন কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকার দিকে যান লিটন। এরপর থেকে অটোরিকশাসহ তার আর কোনো হদিস পাওয়া যায়নি।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, সকালে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। পরে সংবাদ পেয়ে নিখোঁজের পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি অপহরণ মামলা থাকায় সদর থানায় লাশ হস্তান্তর করা হয়েছে।
ওসি বলেন, অর্ধগলিত লাশটি চেহারা দেখে চেনার উপায় নেই। লাশ উদ্ধারের পর তার পরিবারের সদস্যরা পোশাক দেখে সনাক্ত করেন।
পুলিশের ধারণা অটোরিকসা ছিনতাই করতেই তাকে হত্যা করেছে অপরাধীরা। ডিএনএ পরীক্ষার পর ওই নিখোঁজের মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা