১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যশোরে ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস, নিহত ২

যশোরে ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস, নিহত ২ - নয়া দিগন্ত

যশোরে বাস উল্টে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। সোমবার সকাল ৯টার দিকে যশোর-নড়াইল সড়কের তারাগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের নাম হাশেম আলী (৪০)। তিরি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের আহসান আলীর ছেলে। অপর নিহত ব্যক্তি বাসের সুপারভাইজার। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জানা গেছে, উল্টে যাওয়া সেন্টমার্টিন পরিবহনের ওই বাসটিতে সাতক্ষীরার বিভিন্ন এলাকার ৪০ জন ছিলেন। তারা চট্টগ্রামের রাউজান থেকে বাসটি রিজার্ভ করে ফিরছিলেন।

হারুন অর রশিদ নামে ওই বাসের এক যাত্রী বলেন, তাদের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ ও আশাশুনি উপজেলায়। তারা ৪০ জন চট্টগ্রামের রাউজান থেকে রোববার সন্ধ্যায় সেন্টমার্টিন পরিবহনের একটি বাস রিজার্ভ করে সাতক্ষীরার কালিগঞ্জে যাচ্ছিলেন। গোপালগঞ্জ আসার পর চালক ঘুমাতে যান। এরপর থেকে হেলপার গাড়ি চালাচ্ছিলেন। বৃষ্টির মধ্যে বেপরোয়া গতিতে চালাতে গিয়ে যশোরের তারাগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় বাসটি।

নিহত হাশেম আলীর খালাত ভাই মফিজুল ইসলাম বলেন, তারা ৪০ জন ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। আট মাস পর বাস রিজার্ভ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্ঘটনায় খালাতো ভাই হাশেম আলী ও বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।

নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মনির আহমদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।


আরো সংবাদ



premium cement