জীবননগরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
- আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)
- ২৫ মে ২০২৪, ১৬:৪৭
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাখারিয়া গ্রামে আপন দু’বোন পানিতে ডুবে মারা গেছে।
শনিবার (২৫ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে জীবননগর উপজেলা সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের রাজু আহম্মেদের মেয়ে তাবাসসুম (৮) ও রিতু (৭)।
নিহতদের বাবা রাজু আহম্মেদ বলেন, আমার দুই মেয়ে তাবাসুম ও রিতু শনিবার দুপুর একটার দিকে বাড়ির কাউকে কোনো কিছু না জানিয়ে আমার গ্রামের নিজাম উদ্দিনের পুকুরে গোসল করতে যায়। পরবর্তীতে তারা বাড়িতে দীর্ঘক্ষণ ধরে ফিরে না আসায় আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকি। কিন্তু কোথাও কোনো হদিস পাওয়া যায় না। পরে দুপুর দু’টার দিকে ওই পুকুরে আমার দু’মেয়ের লাশ পানিতে ভেসে উঠতে দেখা যায়।
সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিল্টন মোল্লা বলেন, ঘটনাটি মর্মান্তিক। এমন ঘটনা আগে আমাদের এলাকায় দেখা যায়নি। কি ভাবে ডুবে মারা গেছে, তা পরিষ্কার নয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে। প্রকৃতপক্ষেই মেয়ে দু’টি পানিতে ডুমে মারা গেছে কি-না সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা