১৬ জুন ২০২৪
`

মোরেলগঞ্জ বিষাক্ত খাবারে মারা গেল কৃষকের ৩ গরু

মোরেলগঞ্জ বিষাক্ত খাবারে মারা গেল কৃষকের ৩ গরু - ছবি : নয়া দিগন্ত

বাগেরহাটের মোরেলগঞ্জে বিষাক্ত খড় খেয়ে এক কৃষকের তিনটি গরু মারা গেছে।

বুধবারন (২২ মে) সকাল ১০টার দিকে উপজেলার কামালা গ্রামের কৃষক মো: নজরুল ইসলাম শেখের গরু তিনটি মারা যায়।

আরো একটি গরু অসুস্থ হয়ে পড়েছে। এতে তার কমপক্ষে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

কৃষক নজরুল ইসলামের অভিযোগ, প্রতিবেশি ফতেআলী পুরাতন ব্যাটারি কিনে তা গলানোর একটি কারখানা করেছেন। ওই কারখানা থেকে ব্যাটারির এসিড নেমে খড়ের সাথে মিশে গেছে। গরুগুলো ওই খড় খেয়ে মারা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান বলেন, ঘটনাটি দুঃখজনক। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement