অভয়নগরে মায়ের লাঠির আঘাতে মেয়ের মৃত্যু
- অভয়নগর (যশোর) সংবাদদাতা
- ২২ মে ২০২৪, ২২:১৮
যশোরের অভয়নগরে তুচ্ছ ঘটনায় মায়ের লাঠির আঘাতে মেয়ে মুন্নি খাতুনের (২০) মৃত্যু হয়েছে।
বুধবার (২২ মে) দুপুরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুন্নি খাতুন একই গ্রামের জসিম উদ্দিন মোল্যার মেয়ে। নিহত মুন্নি খাতুনের মা মরিয়ম বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও নিহতের ছোট বোন জান্নাতুল আক্তার তিন্নি বলেন, সকালে ঘুম থেকে দেরিতে ওঠায় মায়ের সাথে বড় আপা মুন্নির ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে মা তার হাতে থাকা লাঠি দিয়ে মুন্নির মাথায় আঘাত করেন। এতে মুন্নি মাটিতে পড়ে যায় এবং তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। কিছু সময়ের মধ্যে সে মারা যায়। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ মুন্নির লাশ উদ্ধার করে। পরে মাকে আটক করে নিয়ে যায়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, ‘মায়ের লাঠির আঘাতে মেয়ে মুন্নি খাতুনের মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মা মরিয়ম বেগমকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা