ভারতে এমপি আজিম হত্যা : এলাকায় শোক
- গোলাম রসুল, কালীগঞ্জ (ঝিনাইদহ)
- ২২ মে ২০২৪, ১৯:০৭
ভারতে এক সপ্তাহ আগে নিখোঁজ হওয়া ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে এলাকায় চলছে শোকের মাতম। নেতাকর্মীরা ভেঙে পড়েছে কান্নায়। এ ঘটনার রহস্য উদঘাটনে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
এর আগে, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে ১৮ মে পশ্চিমবঙ্গের বরাহনগর থানায় নিখোঁজ ডায়েরি তার বন্ধু।
খবর পেয়ে এমপির বাসভবন ও দলীয় কার্যালয়ের ছুটে যান বিপুল সংখ্যক নেতাকর্মী। তাদের কান্নায় ভারি হয়ে উঠেছে আশপাশের এলাকা। তদন্তপূর্বক শাস্তি দাবি করেন তারা।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, ‘আনোয়ারুল আজিম আনার হত্যায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নেতাকর্মীরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।’
তদন্তপূর্বক দোষীদের শাস্তি দাবি করেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা