কুষ্টিয়াতে কৃষককে কুপিয়ে হত্যা
- কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
- ১৮ মে ২০২৪, ১৫:২১, আপডেট: ১৮ মে ২০২৪, ১৭:১৭
কুষ্টিয়ার কুমারখালীতে ইউনুস আলী (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিহতের ছোট বোনের স্বামী ও তার লোকজনের বিরুদ্ধে।
শনিবার সকালে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগামে ধান কাটতে গেলে এ ঘটনা ঘটে। এ সময় নিহত ইউনুস আলীর ছেলেসহ বেশ কয়েকজন আহত হলে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ইউনুস আলী (৬০) আড়পাড়া এলাকার মরহুম আকবর আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মুক্তার শেখের সাথে অনেক বছর আগে বিয়ে হয় ইউনুসের ছোট বোনের। এরপর নিহত ইউনুসের ছোট বোনের মেয়ের প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে ইউনুসের ছেলে। দু’জনের প্রাপ্তবয়স্ক না হলেও দুই পরিবার মিলে তাদের বিয়ে দেয়। কিছুদিন যাওয়ার পরে মুক্তারের মেয়ের বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ তুললে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
এ বিষয়ে নিহত ইউনুস আলীর বড় মেয়ে স্বর্ণালী খাতুন জানান, মুক্তার মুক্তারের দুই ছেলেসহ ১০ থেকে ১২ জন মিলে আমার বাবাকে হত্যা করেছে। আমি আমার বাবা হত্যার বিচার চাই।
নিহতের স্ত্রী মর্জিনা খাতুন জানান, মুক্তার দুই ছেলে সাথে নিয়ে আমাদের সব শেষ করে দিয়েছে। আমাকে বিধবা করেছে। আমি এর হত্যার বিচার চাই।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে একজন নিহত হয়েছেন। অপরাধীধের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা