১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
শৈলকুপায় লিফলেট বিতরণ

সরকার দেশের গণতন্ত্র ও নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করেছে : নিতাই রায়

শৈলকুপায় লিফলেট বিতরণ করেন নিতাই রায় চৌধুরী - ছবি : নয়া দিগন্ত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সরকার দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। জনগণের দল হিসেবে বিএনপি এই সরকারের আমলে কোনো নির্বাচনে অংশ না নিয়ে সঠিক কাজটিই করেছে।

তিনি বলেন, যে নির্বাচনে ৫ শতাংশ ভোটও পড়ে না, সেই নির্বাচন দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আবারো প্রত্যাখ্যান করবে।

শুক্রবার (১৭ মে) ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিনি শৈলকুপার কবিরপুর, পাইলট স্কুল মোড়, উপজেলা পরিষদ চত্বর, গাড়াগঞ্জ, ভাটইসহ বিভিন্ন বিভিন্ন স্থানে ভোট বর্জনের সমর্থনে জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন।

এ সময় কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদসহ জেলা বিএনপি ও শৈলকুপা উপজেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার নির্বাচনে বিশ্বাসী না। তাই তারা ক্ষমতা জবরদখল করে দেশের সকল নির্বাচন একদলীয়ভাবে সম্পন্ন করে দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছে।’

তিনি জনতার উদ্দেশে বলেন, ‘আগামী ২১ মে শৈলকুপা ও হরিণাকুন্ডু উপজেলা পরিষদ ও আসন্ন ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন আপনারা আগের মতোই বর্জন করে বিএনপির আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন জানাবেন।’


আরো সংবাদ



premium cement