১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মোরেলগঞ্জে আগুনে পুড়ে ১২ দোকান ভস্মীভূত

- ছবি : নয়া দিগন্ত

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বাজারে আগুন লেগে ১২ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে পোলেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয়রা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে ১২টি দোকান পুড়ে যায়।

ব্যবসায়ীরা জানিয়েছেন, এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা মো: গোলাম ফারুক বলেন, মোরেলগঞ্জ ও কচুয়া উপজেলার দু’টি ইউনিট টানা ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

মোরেলগঞ্জ থানা অফিসার (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ১০ থেকে ১২টি দোকান পুড়ে গেছে। আগুনের খবর পেয়ে রাত থেকেই পুলিশ সদস্যরা সেখানে রয়েছে।


আরো সংবাদ



premium cement