১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ট্রাকের ধাক্কায় আম ব্যবসায়ী নিহত

- ছবি - নয়া দিগন্ত

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় সুহেল হাওলাদার (৪৩) নামের এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ সকালে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুহেল হাওলাদার বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার কালিকাবাড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক আশ্বাপ বলেন, রাজশাহী থেকে আম নিয়ে আসার পথে খুলনা-মাওয়া মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় হ্যামকো ফ্যাক্টরির সামনে পিকআপটি বিকল হয়ে যায়। আম ব্যবসায়ী সুহেল হাওলাদার সড়কে নেমে অন্য গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। দ্রুত গতির একটি ট্রাক সুহেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement