খুলনায় স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ মে ২০২৪, ১০:৫১
খুলনার রূপসায় বামনডাঙ্গা গ্রামে স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ মে) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত রসুল মিনা (৪২) ইকতিয়ার মিনার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ সমাধানের জন্য বসলে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
একপর্যায়ে তাদের মধ্যে থেকে রসুলের মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক বলেন, নিহত রসুল মিনার লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা