নড়াইলে ছুরিবিদ্ধ কিশোরের লাশ উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ মে ২০২৪, ০৯:৪৬
নড়াইলের লোহাগড়া উপজেলায় ছুরিবিদ্ধ এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে পৌরসভার লক্ষীপাশা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত মো: ফয়সাল (১৪) লোহাগড়া থানার তেতুলিয়া এলাকার আহম্মদ হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া লক্ষীপাশা এলাকায় সাবেক মেয়র আশরাফুল আলমের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় কিশোরের লাশ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে তারা লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষেয় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ‘ছুরিবিদ্ধ অবস্থায় কিশোরের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এখনো জানা যায়নি। তদন্ত চলছে।’
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা