১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মাগুরায় বাড়িতে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু

- ছবি - নয়া দিগন্ত

মাগুরার মহম্মদপুরে একটি বাড়িতে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার রাত ৮টার দিকে উপজেলার দীঘা ইউনিয়নের পাল্লা চরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পিয়ারি বেগম মধুখালী উপজেলার আড়কান্দি গ্রামের মৃত আসমত সরদারের স্ত্রী।

মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আক্কাস মোল্যার বাড়িতে আগুনে পুড়ে মারা যান পিয়ারি বেগম। তিনি আক্কাস মোল্যরার শ্বাশুরি। ১০ বছর ধরে মেয়ে-জামাইয়ের বাড়িতে বসবাস করছিলেন তিনি।

আগুনে দু’টি ছাপড়া ঘর ও মামালালও পুড়ে যায়। আগুনে পিয়ারি বেগমের পুরো শরীর পুড়ে যায়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহানুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ধারণে তদন্ত অব্যাহত থাকায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement