১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হত্যা মামলা নিতে এক স্ত্রীর মানববন্ধন, না নিতে অন্য স্ত্রীর সংবাদ সম্মেলন

হত্যা মামলা নিতে এক স্ত্রীর মানববন্ধন, না নিতে অন্য স্ত্রীর সংবাদ সম্মেলন - ছবি : নয়া দিগন্ত

মাগুরার মহম্মদপুর উপজেলার নিত্যানন্দপুর গ্রামে আলী আফজালের মৃত্যুর পর হত্যা মামলা নিতে এক স্ত্রী মানববন্ধন এবং মামলা না নিতে অন্য স্ত্রী সংবাদ সম্মেলন করেছেন। গতকাল শনিবার মানববন্ধনের আয়োজন করেন প্রথম স্ত্রী রুবিয়া খাতুন এবং আজ রোববার সংবাদ সম্মেলনের আয়োজন করেন দ্বিতীয় স্ত্রী শিল্পি খাতুন।

স্থানীয়রা জানান, বার্ধক্যজনীত নানা রোগে অসুস্থ ছিলেন আলী আফজাল শেখ। গত ৪ মে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য মাগুরা নেয়ার পথে গোয়ালবাথান পল্লী চিকিৎসক দেখানো হয় এবং সেখানেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরো জানান, এরপর আলী আফজাল শেখের প্রথম স্ত্রী রুবিয়া খাতুন ও তার ছেলে দ্বিতীয় স্ত্রী শিল্পি খাতুন ও তার ছেলেমেয়ের নামে থানায় হত্যার অভিযোগ দেন।

প্রথম স্ত্রী রুবিয়া খাতুনের সন্তান স্বজনরা জানান, আলী আফজালকে হত্যা করে বাড়িতে নিয়ে যায়। আমরা এটা সাধারণ মৃত্যু বলে মানি না। এটা একটি হত্যাকাণ্ড। আমরা প্রশাসনকে জানাই তারা আসে। কিন্তু তারা আমাদের কেস নেয় না। আমাদের মানববন্ধন এই কারণে করা যেন প্রশাসন এর সঠিক বিচার করে এবং মামলা নেয়।

মহম্মদপুর থানা পুলিশ জানায়, আলী আফজাল প্যারালাইজড ছিলেন। তার দ্বিতীয় স্ত্রী শুরু থেকে দেখাশোনা করত। পরে গ্রামে শালিসের মাধ্যমে দু’পক্ষই খাবার দেয়। গত ৩/৪ বৎসর আগে প্রথম স্ত্রী রুবিয়া খাতুন কিছু জমি লেখে নেয়। পরে মৃত্যুর কয়েকদিন আগে দ্বিতীয় স্ত্রী কিছু জমি লেখে নেয়। এরপর প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের নামে হত্যার অভিযোগ করে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, হত্যার অভিযোগের পর একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত আলী আফজালের লাশের ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্টে হত্যা আসলে হত্যা মামলা রুজু করা হবে।

দ্বিতীয় স্ত্রী শিল্পি খাতুন ও তার মেয়ে তানিয়া খাতুন সংবাদ সম্মেলনে জানায়, হত্যার অভিযোগ মিথ্যা। তারা অসাধু লোকের প্ররোচনায় পড়ে এই মিথ্যা অভিযোগ এনে মানবন্ধন করেছে। আমরা এর প্রতিবাদ জানাই। তারা এখন আমাদের জীবননাশের হুমকি দিচ্ছে। আমরা মামলা না নেয়ার ও নিরাপত্তার দাবি জানাচ্ছি।

বোরহান উল ইসলাম আরো জানান, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement