১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ ফাল্গুন ১৪৩১, ১৯ শাবান ১৪৪৬
`

ছেলেকে নিয়ে চা বিক্রি করে সংসার চালান পলাশি

ছেলেকে নিয়ে চা বিক্রি করে সংসার চালান পলাশি - নয়া দিগন্ত

 

পলাশি সরকার। বাবা বিয়ে দিয়েছিলেন একজন ট্রাক-শ্রমিকের সাথে। অল্প পারিশ্রমিক হওয়ায় সংসার চালাতে টাকা দিতে পারতেন না তার স্বামী। বাড়ি বাড়ি গিয়ে কাজ করতেন পলাশি সরকার। এর মধ্যে তাদের কোল-জুড়ে আসে দু’টি ছেলে সন্তান। অভাবের সংসারে পলাশির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তবুও তিনি হাল ছাড়েননি তিনি। বাড়ি বাড়ি কাজ করা টাকা দিয়েই ছেলেদের পড়াশোনা করান।

২০০২ সালে, তার বড় ছেলে তাপস সরকারের বয়স ১৩ বছর, তখন পলাশি সরকার মহম্মদপুর বাজারে একটি চায়ের দোকান শুরু করেন। এই উদ্যোগ তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আনতে শুরু করে।

গল্পটি মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের কার্তিক সরকারের স্ত্রী পলাশি সরকারের।

পলাশি সরকার জানান, ২২ বছর পর তাদের দোকানের আয় প্রতিদিন ৭০০ থেকে দেড় হাজার টাকা। বড় ছেলে তাপস সরকার বর্তমানে বিবাহিত এবং তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছোট ছেলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে বর্তমানে নরসুন্দরের কাজ করছেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, পলাশি সরকার তার ছেলেকে নিয়ে ২২-২৩ বছর ধরে এই চায়ের ব্যবসা চালিয়ে আসছেন। তাদের সংগ্রামের গল্প এখন মহম্মদপুরের অনেক মানুষের জন্য অনুপ্রেরণা।

পলাশি সরকার বলেন, ‘আমার স্বামী কার্তিক সরকার এখনো ট্রাকশ্রমিকের কাজ করেন। কিন্তু তার আয় খুবই সীমিত। তা দিয়ে তার নিজের খরচই ভালোভাবে চলে না। তবে আমাদের চায়ের দোকানের আয়েই এখন আমাদের সংসার ভালোভাবে চলে।’

এখন পলাশি সরকার তার ছেলে ও নাতি-নাতনীদের নিয়ে সুখী জীবন-যাপন করছেন বলে জানান। তাদের এই দীর্ঘ সংগ্রামের পথচলা অনেকের কাছে অনুপ্রেরণা।

 


আরো সংবাদ



premium cement
কুয়েট ভিসির পদত্যাগসহ ৫ দফা দাবি, অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ হাসিনার সাবেক সামরিক সচিব মিয়াজী আটক উদ্বোধনী ম্যাচের আগে দর্শকের আনন্দ দেবে পাকিস্তান বিমানবাহিনী শনিবার ৬ ইসরাইলি পণবন্দীকে মুক্তি দেবে হামাস খালেদা জিয়ার নাইকো মামলার রায় আজ চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে আজ, মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড হাসিনার কলরেকর্ড ট্রাইব্যুনালে প্রধান উপদেষ্টার সাথে ভুটানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল তিস্তা অববাহিকা বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা অগ্রাধিকার পাবে : তারেক রহমান গাজায় ২৬৬ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের

সকল