১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ছেলেকে নিয়ে চা বিক্রি করে সংসার চালান পলাশি

ছেলেকে নিয়ে চা বিক্রি করে সংসার চালান পলাশি - নয়া দিগন্ত

 

পলাশি সরকার। বাবা বিয়ে দিয়েছিলেন একজন ট্রাক-শ্রমিকের সাথে। অল্প পারিশ্রমিক হওয়ায় সংসার চালাতে টাকা দিতে পারতেন না তার স্বামী। বাড়ি বাড়ি গিয়ে কাজ করতেন পলাশি সরকার। এর মধ্যে তাদের কোল-জুড়ে আসে দু’টি ছেলে সন্তান। অভাবের সংসারে পলাশির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তবুও তিনি হাল ছাড়েননি তিনি। বাড়ি বাড়ি কাজ করা টাকা দিয়েই ছেলেদের পড়াশোনা করান।

২০০২ সালে, তার বড় ছেলে তাপস সরকারের বয়স ১৩ বছর, তখন পলাশি সরকার মহম্মদপুর বাজারে একটি চায়ের দোকান শুরু করেন। এই উদ্যোগ তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আনতে শুরু করে।

গল্পটি মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের কার্তিক সরকারের স্ত্রী পলাশি সরকারের।

পলাশি সরকার জানান, ২২ বছর পর তাদের দোকানের আয় প্রতিদিন ৭০০ থেকে দেড় হাজার টাকা। বড় ছেলে তাপস সরকার বর্তমানে বিবাহিত এবং তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছোট ছেলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে বর্তমানে নরসুন্দরের কাজ করছেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, পলাশি সরকার তার ছেলেকে নিয়ে ২২-২৩ বছর ধরে এই চায়ের ব্যবসা চালিয়ে আসছেন। তাদের সংগ্রামের গল্প এখন মহম্মদপুরের অনেক মানুষের জন্য অনুপ্রেরণা।

পলাশি সরকার বলেন, ‘আমার স্বামী কার্তিক সরকার এখনো ট্রাকশ্রমিকের কাজ করেন। কিন্তু তার আয় খুবই সীমিত। তা দিয়ে তার নিজের খরচই ভালোভাবে চলে না। তবে আমাদের চায়ের দোকানের আয়েই এখন আমাদের সংসার ভালোভাবে চলে।’

এখন পলাশি সরকার তার ছেলে ও নাতি-নাতনীদের নিয়ে সুখী জীবন-যাপন করছেন বলে জানান। তাদের এই দীর্ঘ সংগ্রামের পথচলা অনেকের কাছে অনুপ্রেরণা।

 


আরো সংবাদ



premium cement
বাকৃবিতে ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ভাষা উৎসব শুরু টঙ্গীতে শূরায়ে নেজামপন্থীদের বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সীমান্তে নিজের বন্দুকের গুলিতে আহত বিএসএফ সদস্য ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি বোয়ালখালীতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু আল্লাহর নীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় : মজিবুর রহমান চাটমোহরে কৃষকলীগ নেতাসহ গ্রেফতার ৭ সাকিবের বোলিং অ্যাকশন বৈধ অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইরানের দুর্বল হওয়া ভারতের জন্য কতটা উদ্বেগের

সকল