চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে ২ জনের মৃত্যু
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ১১ মে ২০২৪, ১৫:০৮
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় বজ্রপাতে আহাম্মদ মল্লিক (৬৫) ও রুবেল (২৮) নামে ২ জন নিহত ও টুনু খাতুন (৩০) নাামে এক গৃহবধূ আহত হয়েছেন।
শনিবার সকাল ৯টার দিকে পৃথক তিনটি স্থানে পাটাচোরা মাঠে ও দর্শনা থানার বেগমপুর ঝাজরি ও গোবিন্দহুদা গ্রামের বসত বাড়িতে বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আহাম্মদ মল্লিক উপজেলার পাটাচোরা গ্রামের মৃত: খেদের মল্লিকের ছেলে। রুবেল দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের ঝাজরি গ্রামের আব্দুল মালেকের ছেলে ও আহত টুনু খাতুন একই উপজেলার গোবিন্দহুদা গ্রামের মিলনের স্ত্রী।
দামুড়হুদা সদর ইউনিয়নের সাবেক মেম্বার পাটাচোরা গ্রামের কুতুব উদ্দীন জানান, শনিবার সকাল ৯টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয় চুয়াডাঙ্গা দামুড়হুদা এলাকায়। এ সময় মাঠে কাজ করছিলেন আহাম্মদ মল্লিক। বজ্রবৃষ্টি শুরু হলে আহাম্মদ মল্লিক মাঠ থেকে বাড়ি ফেরার জন্য রওনা দিলে মাঠের রাস্তায় তিনি বজ্রপাতে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে দর্শনা থানা পুলিশ বজ্রপাতে যুবক রুবেল নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেছে, সকাল ৯টার দিকে রুবেল বস্তির পাশে একটি দোকানে বসেছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এদিকে গোবিন্দহুদা গ্রামে বজ্রপাতে আহত গৃহবধূ টুনু খাতুনের স্বামী মিলন মিয়া জানান, বজ্রবৃষ্টির সময় বাড়িতে ঘরের দরজায় বসাছিলেন আমার স্ত্রী। এমন সময় বাড়ির উঠানে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারান।
দামড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কোবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, বেগমপুর ঝাঝরি গ্রামের আব্দুল মালেকের ছেলে রুবেল ওই গ্রামের বস্তির পাশে একটি দোকানে বসে থাকা অবস্থায় বজ্রপাত হয়। এ সময় ঘটনাস্থলেই রুবেল মারা যান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা