খুলনায় ট্রেনের ধাক্কায় শিশু নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ মে ২০২৪, ১১:৩০
খুলনার ট্রেনের ধাক্কায় ফাইজা নামের ৫ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
শহরের খানজাহান আলীর ফুলবাড়ীগেট জাব্দিপুর রেলক্রসিং এলাকায় শনিবার সাড়ে ৮টার দিকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় শিশুটি।
ফাইজা জাব্দিপুর গ্রামের রেলগেট পালপাড়া ইসলামিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ফেরদৌস হাসান ফারুকীর মেয়ে।
প্রতক্ষদর্শীরা জানান, আজ সকালে পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বাসা সংলগ্ন ট্রেন লাইনে চলে আসে শিশুটি। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি জাব্দিপুর রেলক্রসিং অতিক্রমকালে ট্রেনের সাথে সে ধাক্কা খায়। স্থানীয়রা সাথে সাথে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা