যশোরে ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার
- যশোর অফিস
- ০২ মে ২০২৪, ১৩:০৬
যশোরের মণিরামপুরে ধান ক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ উপজেলার ঝাঁপার জোকা ঈদগাহ সংলগ্ন একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে ক্ষেত মালিক আয়ুব হোসেন শ্রমিক নিয়ে ধান কাটার উদ্দেশে মাঠে যান। মাঠের এক প্রান্তে শ্রমিকরা ধান কাটার জন্য প্রস্তুতি নিতে থাকে। ওই সময় জমির মালিক ধান ক্ষেত পরিদর্শন করতে গিয়ে ক্ষেতের অপরপ্রান্তে ওই লাশ দেখতে পান। তখন তার চিৎকারে এলাকার লোকজন এসে হাজির হয়। এরপর স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ঝাঁপা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
তারা আরো জানায়, নিহত ওই যুবকের বুকে ও গলায় ধারাল অস্ত্রের আঘাতের দাগ ও রক্ত ছিল। এ খবর পেয়ে যশোর থেকে র্যাব, ডিবি ও পিবিআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মণিরামপুরের ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জীব কুমার জানান, দুর্বৃত্তরা ওই যুবককে বাইরে থেকে ধরে এনে হত্যা করার পর লাশ ধান ক্ষেতে ফেলে দিয়ে পালিয়ে যায় বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা