মিরপুরে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত
- মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
- ২৯ এপ্রিল ২০২৪, ১১:২২
কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় শাহজাহান কবিরাজ (৪৮) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার সকাল ৭টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের চেয়ারম্যান রোড নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
শাহজাহান মিরপুর পৌরসভার যুগিপোল মহল্লার মরহুম আব্দুর রাজ্জাক কবিরাজের ছেলে।
মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
মিরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তুহিন জানান, সোমবার সকালে জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পাওয়ার পর ঘটনাস্থলে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয় তার স্বজনরা। সেখানে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, তিনি তার বাড়ি যুগিপোল থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন।
মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দল আজিজ বলেন, ‘সোমবার সকাল ৭টার দিকে জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন করে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার খবরটি জানায়। পরে ঘটনাস্থলে মিরপুর থানা পুলিশ পাঠানো হয়। তবে কিভাবে সড়ক দুর্ঘটনাটি হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কেউ বলতে পারেনি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা