যশোরে ক্যাম্পাস থেকে যুবকের লাশ উদ্ধার
- যশোর অফিস
- ২৮ এপ্রিল ২০২৪, ১০:৫৩
যশোর সদর উপজেলার রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি হাইস্কুলের ক্যাম্পাস থেকে মিলন হোসেন (২৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে।
রোববার রাত আনুমানিক একটার দিকে নরেন্দ্রপুর পুলিশ এ লাশ উদ্ধার করে।
মৃত মিলন যশোর সদর উপজেলার শাখারিগাঁতি গ্রামের সেলিম হোসেনের ছেলে।
রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির নাইট গার্ড সুমন হোসেন জানান, রোববার রাত একটার দিকে রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির বাউন্ডারির জঙ্গলের মধ্যে এক যুবককে পড়ে থাকতে দেখে প্রধান শিক্ষক জহুরুল পারভেজকে জানালে তিনি নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্প ইনচার্জকে জানান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে স্কুলের নাইট গার্ড সুমনের মাধ্যমে মিলন হোসেনের লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা