খুলনায় ইসতিসকার নামাজ আদায়
- খুলনা ব্যুরো
- ২৩ এপ্রিল ২০২৪, ১৪:৪৯
খুলনায় মঙ্গলবার বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করা হয়েছে। নগরীর শহিদ হাদিস পার্কে চরমোনাই পীর সাহেবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার উদ্যোগে এ নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজে ইমামতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন নগরীর গোয়ালখালি ক্যাডেট স্কিম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল আউয়াল। দোয়ায় অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করা হয়।
নামাজে অংশ নেয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সহ-সভাপতি শেখ মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, গত কয়েক দিনের অসহনীয় গরমে ওষ্ঠাগত প্রাণ। পানির স্তর নেমে যাওয়ায় পানি উঠছে না অগভীর নলকূপ ও সেচ পাম্পে। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে নামাজ আদায় ও মোনাজাত করা ছাড়া মুমিনদের কোনো উপায় নেই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা