১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু

চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় ৪২ দশ‌মিক ৪ ডিগ্রি তীব্র তাপদা‌হে দামুড়হুদা উপ‌জেলা হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর ম‌র্জিনা খাতুন নামে এক নারীর মৃত্যু হ‌য়ে‌ছে।

শনিবার (২০ এপ্রিল) বি‌কেল সাড়ে ৩টার দিকে তীব্র এই তাপমাত্রায় হিটস্ট্রোকে এ ঘটনা ঘটে।

নিহত ম‌র্জিনা খাতুন (৬০) দামুড়হুদা উপ‌জেলা সদ‌র ইউ‌নিয়ন প‌রিষদ পাড়ার আজিম উদ্দী‌নের স্ত্রী। এর আগে সকাল ৭টার দিকে মাঠে কৃষিকাজ করতে গিয়ে হিটস্ট্রোকে জাকির হোসেন (৩৩) নামে আক্রান্ত যুবককে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
জাকির হোসেন দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সীমন্ত সংলগ্ন ঠাকুরপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

তীব্র তাপদা‌হে এক দি‌নে ৭ ঘণ্টার ব্যবধা‌নে জেলার দামুড়হুদা উপ‌জেলায় এ দু’জ‌নের মৃত্যু হ‌লো।

নিহত ম‌র্জিনা খাতু‌নের ছে‌লে কামরুল ইসলাম কামু জানান, বেলা ৩টার দি‌কে অতি‌রিক্ত তাপে আমার মা (ম‌র্জিনা খাতুন) হটাৎ অসুস্থ হ‌য়ে প‌ড়ে। এ সময় আমরা মা‌কে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার জন্য অটোভ্যা‌নে উঠা‌নোর সা‌থে সা‌থে আমার মা মারা যান। ‌

গত কয়েক দিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র ও অতি তীব্র তাপদাহ। এই তাপদাহে জেলায় হিট এলাট জারি করে মাইকিং করা হচ্ছে এক সপ্তাহ থেকে।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এরআরএম ও ডা. ফারহিনা ওয়াহিদ বলেন, শুনেছি দুজন মারা গেছে তবে তারা হাসপাতালে পৌছানোর আগে পথে মারা যায়।


আরো সংবাদ



premium cement