১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি

বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি - ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে বিল দখল করতে গিয়ে গণপিটুনিতে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ অন্তত সাতজন আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বেয়ালিয়া ইউনিয়নের বিল বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

স্থানীয়রা জানান, বোয়ালিয়া বিলের প্রায় ১৭ একর আয়তনের একটি অংশ গত ৫ বছর ধরে ভোগদখল নিয়ে মাছ চাষ করে আসছিলেন বোয়ালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মীর। এবারো তিনি ওই বিলে মাছ চাষ করেন। তার দখলকৃত অংশের ১২ একর খাস জমি থাকায় তা সরকারের কাছ থেকে নিজ নামে লিজ নেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ। শুক্রবার সকালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ জেলা ছাত্রলীগের কর্মীদের নিয়ে বিল দখল করে মাছ ধরতে যায়। খবর পেয়ে আব্দুল মতিন মীর তার লোকজনকে নিয়ে শেখ হাফিজ চ্যালেঞ্জ ও তার লোকজনকে ধাওয়া করে। এ সময় সংঘর্ষে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ উভয় গ্রুপের অন্তত সাতজন আহত হয়। আহতদের কুষ্টিয়া ও দৌলতপুর হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ বলেন, সরকারী বিধি মোতাবেক তিনি ওই বিল লিজ নিয়েছেন। চলতি ১ বৈশাখ থেকে ওই বিলের জমি ভোগদখল পাওয়ার কথা। দখলদার মতিনকে বারবার তাগিদ দেয়ার পরও তিনি বিল হস্তান্তর করেনি। বিল বরাদ্দ পাওয়ার পর সেখানে কিছু মাছের পোনা ছেড়েছি। শুক্রবার সকালে লোকজন নিয়ে বিলের কাছে গেলে আব্দুল মতিন ও তার লোকজন হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেন।

আব্দুল মতিন মীর বলেন, দীর্ঘ ৫ বছর ধরে বিলের একটি অংশে মাছ চাষ করে আসছেন। বর্তমানে বিলে তার প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছ রয়েছে। চাষকৃত অংশের প্রায় ৯ একর জমির মালিকানা তার। কাউকে কিছু না জানিয়ে শুক্রবার কুষ্টিয়া শহর থেকে ছাত্রলীগের কর্মীদের ভাড়া করে নিয়ে এসে বোমাবাজি করে জোরপূর্বক বিল দখল ও মাছ লুট করতে আসে শেখ হাফিজ চ্যালেঞ্জ। এত ক্ষুব্ধ এলাকাবাসী তাদের ধাওয়া করে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিলকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সাথে কিছুটা ঝামেলা হয়েছে। এ ঘটনায় আহত একজনকে কুষ্টিয়ায় চিকিৎসার জন্য নেয়া হয়েছে বলে শুনেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন সাবেক ৫ এমপির স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জানতে চায় ট্রাইব্যুনাল সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার ইসরাইলি হামলায় ২১ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিককে হত্যা যাত্রাবাড়ী থানার ওসিকে ১৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের

সকল