১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যশোর কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

- ছবি : ফাইল

যশোর কেন্দ্রীয় কারাগারে সাদেক আলী (৭৭) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

বুধবার রাত ৩টা ২৭ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সূত্রে জানা গেছে, বুধবার রাত ২টার দিকে সাদেক আলী অসুস্থ হয়ে পড়েন। পরে ওই সময় তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে জরুরি বিভাগে নেয়ার পর তিনি মারা যান।

এ ব্যাপারে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সাকিব মো: আল হাসান বলেন, ‘ওই কয়েদিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। এখানে চিকিৎসা দেয়া অবস্থায় তিনি মারা যান।’


আরো সংবাদ



premium cement