বাবার ওপর অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা
- এম এ রহিম, চৌগাছা (যশোর)
- ১৭ এপ্রিল ২০২৪, ১২:০৮
যশোরের চৌগাছায় বাবার ওপর অভিমান করে ইসরাফিল হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার উপজেলার বড়খানপুর গ্রামে এই ঘটনা ঘটে।
সে বড়খানপুর গ্রামের ইরাকপ্রবাসী খাইরুল ইসলামের ছেলে এবং চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, খাইরুল ইসলাম সম্প্রতি ইরাক থেকে বাড়িতে এসেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ইসরাফিল হোসেন চাঁদপাড়া বাজার থেকে স্টাইল করে চুল ছেটে বাড়ি ফেরে। তার চুলের ছাট পছন্দ না হওয়ায় বাবা তাকে বকাঝকা করে দু’টি চড় মারেন। এ কারণে সে বাবার ওপর অভিমান করে সবার অগোচরে বাড়ির পিছনে আমগাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বুধবার (১৭ এপ্রিল) সকালে খায়রুল ইসলাম বাড়ির পিছনে কাজ করতে গিয়ে আম গাছে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান। এ সময় তিনি ডাক চিৎকার দিলে প্রতিবেশিরা এসে ইসরাফিলের লাশগাছ থেকে নামায়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা