১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শৈলকুপায় দুই বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ ১

-

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার পল্লীতে দুই বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতদের গুলিতে একজন গুরুতর আহত হয়েছেন।

উপজেলার বন্দেখালি গ্রামের সেলিম হোসেন ও উলুবাড়িয়া গ্রামের ফরহাদ হোসনের বাড়িতে রোববার (১৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রথমে ফরহাদ হোসেনের বাড়িতে ডাকাতি করে ডাকাতরা পরে সেলিম হোসেনের বাড়িতে যায়। ফরহাদ হোসেনের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত সেলিম হোসেন জানান, ঘরের দরজা ভেঙে ১০/১২ জনের একটি ডাকাত দল তাদের ঘরে ঢুকে তাদের পণবন্দী করে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পরে তাদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতরা সরে পড়ে। তবে এ সময় ডাকাতদের ছোড়া অস্ত্রের গুলিতে জিহাদ নামের একজন গুরুতর আহত হয়।

লাঙ্গলবাদ পুলিশ ক্যাম্পের আইসি এসআই হামিদুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতির সাথে কারা জড়িত তাদের ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’


আরো সংবাদ



premium cement