নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ এপ্রিল ২০২৪, ১১:২৫, আপডেট: ১২ এপ্রিল ২০২৪, ১১:২৮
নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অপর দু'জন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের ডৌয়তলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলছাফ মাতুব্বর (২২) ফরিদপুরের সালথা উপজেলার কুমোরপট্টি গ্রামের আসাদ মাতুব্বরের ছেলে। এ ঘটনায় নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি।
এ দিকে, আহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার কুমোরপট্টি এলাকার মোস্তাক সর্দার ও একই জেলার নগরকান্দা থানার আইনপুর মুস্তাকিন (২০)। আহতরা নিহত আলছাফের বন্ধু।
সূত্রে জানা গেছে, তিনজন যুবক একটি মোটরসাইকেল নিয়ে ফরিদপুর থেকে নড়াইলে আসার পথে নড়াইল-লোহাগড়া সড়কের ডৌয়াতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সুপারি গাছে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা তিনজনের একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরতর আহত অবস্থায় মোটরসাইকেলে থাকা অন্য দুইজন এবং একজন পথচারীকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আহত অজ্ঞাত একজন পথচারীর মৃত্যু হয়।
সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, ‘সড়ক দুর্ঘটনায় চারজনের একজন ঘটনাস্থলেই মৃত্যু হয়। হাসপাতালে আনার পর আরেকজনের মৃত্যু হয়। আহত অন্য দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা