মাটিবাহী ট্রাক্টরের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
- ০৮ এপ্রিল ২০২৪, ১৪:৩৯, আপডেট: ০৮ এপ্রিল ২০২৪, ১৪:৪২
খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও মাটিবাহী ট্রাক্টর সংঘর্ষে খায়রুল আলম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পাইকগাছা-কয়রা প্রধান সড়কের মৌখালী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
খায়রুল আলম কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের নওশের আলী সানার ছেলে।
ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে জব্দ করেছে। এ ঘটনায় খায়রুলের ছোট ভাই আলমগীর হোসেন মিন্টু ট্রাক্টরচালক জাহিদ গাজীর (২৫) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
পাইকগাছা থানার উপ-পরিদর্শক সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একটি মামলার হাজিরা দিতে খায়রুল আলম ভাড়ায়চালিত মোটরসাইকেলযোগে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে তারা উপজেলার মৌখালী এলাকায় পৌঁছালে ভাটার মাটিবাহী ট্রাক্টরের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং উভয়েই রাস্তায় ছিটকে পড়লে ঘটনাস্থলেই খায়রুল আলমের মৃত্যু হয় এবং চালক গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত মোটরসাইকেলচালককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এছাড়া লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা