মাগুরায় ডোবা থেকে নবজাতকের লাশ উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ এপ্রিল ২০২৪, ১০:৫৮, আপডেট: ০৮ এপ্রিল ২০২৪, ১১:০৩
মাগুরার শ্রীপুরে ডোবা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল শেখ তাসমিন আলম বলেন, শ্রীপুর উপজেলার সদর ইউনিয়নের সাহেবপাড়া এলাকা থেকে নবজাতকটির লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে সাহেবপাড়া গ্রামের এরশাদ তার বাড়ির পাশে পাট পঁচানো ডোবায় লাশটি দেখতে পেয়ে শ্রীপুর থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য নবজাতকের লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের পাশাপাশি ঘটনাটির তদন্ত চলছে বলেও জানান তিনি।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা