১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে মিলশ্রমিকের মৃত্যু

- ছবি : নয়া দিগন্ত

খুলনার পাইকগাছার কপিলমুনিতে তুশকাঠের কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে নূর ইসলাম সরদার (৩৫) নামে এক মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে কপিলমুনি সদরের ভদ্র অটো রাইস মিল ও তুশকাঠ কারখানায় ঘটনাটি ঘটে।

নূর ইসলাম সরদার উপজেলার হরিঢালীর মো: হানেফ সরদারের ছেলে।

অন্য কর্মচারীরা বেলা ১১টার দিকে তাকে কারখানা অভ্যন্তর থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আজমল ডাক্তার ও পরে কপিলমুনি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে স্থানীয় কপিলমুনি ফাঁড়ির এসআই শাহজুল ইসলাম হাসপাতালে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এ রিপোর্ট লেখাপর্যন্ত তার লাশ হাসপাতালেই রয়েছে।

স্থানীয় ফাঁড়ির পুলিশ ও মিল কর্তৃপক্ষ জানায়, নূর ইসলাম প্রতিদিনের মতো সকাল ৯টার দিকে ভদ্র তুশ কাঠ মিলে পৌছে নিয়ম মাফিক সুইচ অন করে কাজ শুরু করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে মিলের মূহুরী কাঠ মিলে পৌঁছে তাকে পড়ে থাকতে দেখে অন্যদের সহযোগীতায় উদ্ধার করে। প্রথমে আজমল ডাক্তারের ক্লিনিক ও পরে কপিলমুনি হাসপাতালে নেয়।

হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মাহাবুবুর রহমান বলেন, হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়।

এদিকে নূর ইসলামের ইয়াছিন (৩) ও রহিমা আক্তার নামে (৯) বছরের দু’টি সন্তান রয়েছে। সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবাকে হারিয়ে তাদের পাশাপাশি তার স্বজনরা রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে।


আরো সংবাদ



premium cement