১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা : মামলা, আটক ১২

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা : মামলা, আটক ১২ - ফাইল ছবি

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতি চেষ্টার ঘটনায় এক আনসার সদস্য ১২ জনের নাম উল্লেখসহ ৩৫-৪০ জনকে অভিযুক্ত করে মামলা করেছেন। পুলিশ এই ঘটনায় ১২ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে এবং শুক্রবার (৫ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করে রামপাল থানা পুলিশ।

আটকদের মধ্যে এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় ডাকাতদলের এক সদস্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার মো: রাসেলুর রহমান।

তিনি জানান, বুধবার রাত ১১টার দিকে ৩০ থেকে ৪০ জনের অজ্ঞাতনামা একটি সঙ্ঘবদ্ধ দলকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতর দেখে সিকিউরিটি সদস্যরা চিৎকার দেয়। এ সময় আনসার সদস্যরা এগিয়ে এলে চোর চক্রের সদস্যরা লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপরও হামলা চালায়। এ সময় চোরদের হাত থেকে বাঁচতে আনসার সদস্য কামাল পাশা ৩০ রাউন্ড ফাঁকাগুলি করে। পরে তারা দৌড়ে বিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়ে কাশবন জঙ্গলে পালিয়ে যায়। পরে আহত নিরাপত্তা কর্মী ও আনসের সদস্যদের উদ্ধার করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নিরাময় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। এই ঘটনায় মামলা হয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্তসহ গ্রেফতারের লক্ষে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এ দিকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টায় দূর্বৃত্তের হামলায় দুই আনসার সদস্যসহ পাঁচজন নিরাপত্তা কর্মী আহত হয়। বুধবার (৩ এপ্রিল) রাত ১১টা থেকে সাড়ে ১১টার দিকে ৫০-৬০ জনের একটি সশস্ত্র দল বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেট দিয়ে ডাকাতির উদ্দেশে প্রবেশের চেষ্টা করে। বাঁধা দিলে অস্ত্রধারীরা গেটে থাকা নিরাপত্তাকর্মীদের ওপর হামলা করে। এ সময় নিরাপত্তাকর্মীদের ডাক চিৎকারে আনসার সদস্যরা ছুটে গেলে তাদের উপরও হামলা করে ডাকাত দল। নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা কয়েক রাউন্ড ফাকা গুলি ছুড়লে ডাকাল দলটি পালিয়ে যায় বলে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেন।


আরো সংবাদ



premium cement