১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এক শার্টে ২১০০ টাকা লাভ!

এক শার্টে ২১০০ টাকা লাভ! - ছবি : নয়া দিগন্ত

আসন্ন ঈদ-উল ফিতরকে সামনে রেখে চুয়াডাঙ্গা পোশাকের দোকানগুলো যেন ডাকাতি শুরু করেছে। এক শার্টে দুই হাজার ১০০ টাকা লাভ করার প্রমাণ পাওয়া গেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে এসব দোকানকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গার নিউমার্কেট, কবরীরোড ও প্রিন্স প্লাজা এলাকায় অভিযান চালায় চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এছাড়া চুয়াডাঙ্গায় মোট চারটি দোকানে বিভিন্ন অপরাধে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়। ৭৫০ টাকার শার্ট দুই হাজার ৮৫০ টাকা বিক্রি করার অপরাধে জরিমানা গুনতে হলো দোকানদারকে।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, চুয়াডাঙ্গার নিউ মার্কেটে অভিযানে মেসার্স হৃদয় ফ্যাশান নামক প্রতিষ্ঠান তদারকিকালে নির্ধারিত লাভের চেয়ে অতিরিক্ত লাভে বিভিন্ন কাপড় বিক্রয় ও পণ্যের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে মালিক আকতার হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তী সময়েও এরকম অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্স প্লাজা মার্কেটে মেসার্স স্টাইল ওয়ান প্রতিষ্ঠানে তদারকিতে ৭৫০ টাকা মূল্যের একটি শার্টে দুই হাজার ৮৫০ টাকা প্রাইস ট্যাগ লাগানোর প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ ৭৫০ টাকা দিয়ে ক্রয় করা শার্টে দুই হাজার ১০০ টাকা লাভ রাখা হয়েছে। এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার এ কে এম আলিমুজ্জামানকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

এছাড়া চুয়াডাঙ্গা শহরের কবরী রোডে মেসার্স ভাই ভাই ফুসকা হাউজকে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ করে বিক্রয়ের অপরাধে ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর মেসার্স আজিজ বস্ত্রালয়ের মালিক আজিজ মাকসুদকে নির্ধারিত লাভের অতিরিক্ত লাভে বিভিন্ন জামা-কাপড় বিক্রয়ের অপরাধে ৪০ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।


আরো সংবাদ



premium cement